পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও পরিবেশগত ঝুঁকিতে থাকা এলাকায় নির্বাচনকেন্দ্রিক প্রচারণার বর্তমান চিত্র থেকেই স্পষ্ট, তথাকথিত বড় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নয়া রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। শনিবার (৬ ডিসেম্বর) পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় পরিচ্ছন্ন ঢাকার দাবিতে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তিনি ঢাকা-৬ আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী।
গণসংযোগকালে মুরসালীন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণায় কোনো নতুন চিন্তা বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যাচ্ছে না। শহরের দেয়ালজুড়ে পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল রীতিমতো দুর্ভোগে পরিণত হয়েছে। যাঁরা সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন বলে প্রচার করছেন, তাঁদের হাতেই আবার জনগণের ভোগান্তি তৈরি হচ্ছে—এ বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এসব অব্যবস্থাপনার দায় নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে তাদের কোনো দৃশ্যমান তৎপরতা নেই। নির্বাচনকে কেন্দ্র করে নগর ব্যবস্থাপনার এই অবনতি নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
মুরসালীনের মতে, এখন জনগণ আর গতানুগতিক প্রতিশ্রুতি নয়, বাস্তবভিত্তিক নীতিমালা ও পরিকল্পনা জানতে চায়। পুরান ঢাকা একটি ঘনবসতিপূর্ণ, ব্যবসাকেন্দ্রিক এলাকা। সরু রাস্তা, তীব্র যানজট, দূষণ ও অপরিকল্পিত নগরায়নের কারণে এখানকার জীবনযাত্রা প্রতিনিয়ত চাপে থাকে। এই বাস্তবতায় সাংসদরা কীভাবে শিশুদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও মানসিক বিকাশ নিশ্চিত করবেন, দুর্যোগ মোকাবিলায় প্রতিটি মহল্লায় কী ধরনের ত্বরিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবেন—এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর চায় জনগণ।
তিনি বলেন, ব্যবসা সম্প্রসারণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের জন্য কী ধরনের সুরক্ষা বলয় তৈরি করা হবে, সেসব নিয়েও জনগণের প্রত্যাশা রয়েছে। এসব মৌলিক প্রশ্নের কার্যকর সমাধান দিতে পারলেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব। কেবল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
গণসংযোগের এক পর্যায়ে তিনি বাংলাবাজার এলাকার প্রেস মালিক ও স্থানীয় পুস্তক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে ব্যবসার উন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও সুশৃঙ্খল নগর ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
ডেস্ক রিপোর্ট