আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরে আগামী বুধবার রংপুরে সমাবেশ করবে আট-দলীয় জোট। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এ ঘোষণা দেন।
তিনি জানান, প্রস্তাবিত পাঁচ দফার মধ্যে রয়েছে—জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন, জাতীয় সংসদের দুই কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি বাস্তবায়ন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অতীতের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি ‘জুলাই জাতীয় সনদে’ স্পষ্ট উল্লেখ থাকায় নির্বাচনের আগে গণভোট আয়োজন সময়ের দাবি হয়ে উঠেছে। তাদের মতে, গণভোট ছাড়া নির্বাচন হলে তা জনগণের প্রকৃত ম্যান্ডেট প্রতিফলিত করবে না। একই সঙ্গে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক পরিবেশ সমান রাখতে হবে বলেও তারা মত দেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, অতীত সরকারের দুঃশাসন, বিরোধী দলের ওপর নির্যাতন, ভোটাধিকার হরণ এবং ব্যাপক দুর্নীতির বিচার নিশ্চিত না হলে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি রংপুরের জনগণ এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন যাতে বুধবারের বিভাগীয় সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জাগপা ও অন্যান্য অংশী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট