বগুড়ায় ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার
- আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১১:৩৯:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১১:৩৯:৫৪ অপরাহ্ন

বগুড়ায় এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চারমাথা গোদারপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিপন ইসলাম (২৬)। তিনি পশ্চিম গোদারপাড়া এলাকার মমিনুল ইসলাম মমিনের ছেলে। তবে তিনি পেশায় কী করেন, তা এখনও নিশ্চিত জানা যায়নি।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহাগ মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিপন পুলিশ কনস্টেবলের পূর্ণাঙ্গ পোশাক পরে গোদারপাড়া বাজারে ঘুরছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বাজারের লোকজন তাকে আটকে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ