ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড নিজেকেই ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

প্রবল ভূমিকম্পেই শেষ হয়েছিল সামুদ জাতির সমৃদ্ধ সভ্যতা

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১০:২৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১০:২৮:২৮ অপরাহ্ন
প্রবল ভূমিকম্পেই শেষ হয়েছিল সামুদ জাতির সমৃদ্ধ সভ্যতা ছবি সংগৃহীত

কোরআন মজিদে আল্লাহ তাআলা পূর্ববর্তী বহু জাতির ইতিহাস তুলে ধরেছেন, যাতে মানুষ সেসব ঘটনার মধ্য দিয়ে সতর্ক হয়। শক্তি, সক্ষমতা ও সমৃদ্ধির চূড়ায় থাকা এসব জাতি আল্লাহর নির্দেশ অমান্য করে ধ্বংসের পথে পা বাড়িয়েছিল। সামুদ জাতি তাদের অন্যতম—যাদের শক্তি, শিল্প–সংস্কৃতি ও স্থাপত্য আজও ইতিহাসের বিস্ময়, কিন্তু উদ্ধত আচরণ ও অবাধ্যতার ফলেই তাদের পরিণতি হয়েছিল সবচেয়ে ভয়াবহ।

সুরা হুদ-এর ৬৭ ও ৬৮ নম্বর আয়াতে সামুদ জাতির পরিণতি বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আল্লাহর পাঠানো গগনবিদারী আওয়াজ তাদের ওপর নেমে আসে। মুহূর্তেই তাদের ঘরবাড়ি কেঁপে ওঠে এবং তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে মারা যায়। পাহাড় খোদাই করে শক্তিশালী দুর্গ ও প্রাসাদ নির্মাণকারী সেই জাতি আল্লাহর শাস্তির সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়ে। তবে আল্লাহ হজরত সালেহ (আ.) এবং তার সঙ্গে থাকা মুমিনদের নিরাপদে রক্ষা করেন।

কোরআনের বর্ণনায় আরও আসে—সামুদ জাতির অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তারা আল্লাহর রাসুলের উপদেশকে উপহাস করত। অবশেষে প্রবল শব্দ, ভূমিকম্প ও বজ্রপাতের ভয়ংকর শাস্তিতে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। যাদের এক সময় পৃথিবীতে প্রতিদ্বন্দ্বী ছিল না, তাদের অস্তিত্ব মুহূর্তে মাটিতে মিশে যায়।

ইতিহাসে দেখা যায়, আদ জাতির পর সামুদ ছিল সবচেয়ে সমৃদ্ধ ও সাংস্কৃতিকভাবে অগ্রসর। বিস্তীর্ণ উপত্যকায় তারা পাথর কাটতে কাটতে অট্টালিকা নির্মাণ করেছিল। কিন্তু যতই তারা উন্নত হচ্ছিল, ততই মানবতা, ন্যায়বিচার ও নৈতিকতা হারিয়ে ফেলছিল। কুফর, শিরক ও অন্যায়ের অন্ধকার সমাজটিকে গ্রাস করছিল। নেতৃত্ব চলে যাচ্ছিল চরিত্রহীনদের হাতে। হজরত সালেহ (আ.) সত্যের আহ্বান জানালে ধনীদের বদলে সাধারণ মানুষই তার ডাকে বেশি সাড়া দেয়।

সামুদ জাতির আবাসস্থল ছিল হিজর, যার ধ্বংসাবশেষ আজও সৌদি আরবের আল–উলা এলাকার কাছে দেখা যায়। মদিনা থেকে তাবুক যাওয়ার পথে এই উপত্যকা পড়েছে, যা প্রাচীন বাণিজ্য কাফেলাগুলোরও পথ ছিল। হজরত মুহাম্মদ (সা.) নির্দেশ দিয়েছেন—সামুদ জাতির ধ্বংসস্থলে কেউ যেন অযথা অবস্থান না করে, বরং দ্রুত অতিক্রম করে যায়, কারণ এটি শাস্তিপ্রাপ্ত এক জাতির ভূমি।

বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণ–বিবরণীতে উল্লেখ করেছেন যে তিনি হজের পথে এখানে পৌঁছেছিলেন। তিনি দেখেছেন, লাল রঙের পাহাড় খোদাই করে সামুদ জাতির নির্মাণ করা দালানকোঠা এখনও অবিকৃতভাবে দাঁড়িয়ে আছে—যেন সদ্য নির্মিত স্থাপনা। এমনকি তখনো মানব অস্থির চিহ্ন পাওয়া যেত। শক্তির গর্বে মাথা উঁচু করে থাকা সেই জাতি এখন ইতিহাসের পাতায় শুধু নামমাত্র।

আদ ও সামুদ জাতির পতনের কাহিনি স্পষ্ট করে দেয়—অত্যাচার, উদ্ধত আচরণ ও সীমালঙ্ঘন মানুষকে শুধু পরকালে নয়, দুনিয়াতেও কঠিন শাস্তির মুখোমুখি করে। আল্লাহ সবার জন্য এ ইতিহাসকে সতর্কবার্তা হিসেবে তুলে ধরেছেন, যাতে মানবজাতি অহংকার ও অবাধ্যতা থেকে সাবধান থাকে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস