নোয়াখালী-৫ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামকে পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে দলটির একাংশ। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট বাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রার্থী বিরোধী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীরা বজলুল করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে ‘বয়কট ফখরুল ইসলাম’ ও ‘মনোনয়ন পরিবর্তন চাই’—এমন স্লোগান দেন।
বিকেলে আবেদপন্থি নেতাকর্মীরা কবিরহাট কলেজের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীদের অভিযোগ, ফখরুল ইসলাম স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন এবং তার বিরুদ্ধে জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বক্তব্যে উঠে আসে, “আমরা দলকে ভালোবাসি, কিন্তু নেতৃত্বে পরিবর্তন চাই। দলের স্বার্থবিরোধী কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এবং স্থানীয় মানুষ তাকে সমর্থন করেন। তার ভাষায়, “নেতাকর্মীরা ভালোবাসা থেকেই মিছিল করেছেন। দলের সিদ্ধান্তই শেষ কথা।”
অন্যদিকে ঘোষিত প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগগুলো অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। তিনি দাবি করেন, “জামায়াতের সম্পৃক্ততা বা অনিয়ম প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। যারা বিক্ষোভ করছেন তারা আগে থেকেই শৃঙ্খলাভঙ্গ করে আসছেন।”
বিক্ষোভ মিছিলে কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ডেস্ক রিপোর্ট