জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। সংস্থাটি জানিয়েছে, এসব বক্তব্যের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে এবং উসকানিমূলক বার্তার কারণে সহিংসতা বা অপরাধ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন সোমবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এজেন্সির উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও মন্তব্য প্রচার করছে, যা আইনি কাঠামোর পরিপন্থী।
এজেন্সির ব্যাখ্যায় বলা হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর ৮(২) ধারা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এমন যেকোনো ডিজিটাল কনটেন্ট অপসারণ বা ব্লক করতে পারে, যা দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে কিংবা জাতিগত-ধর্মীয় উত্তেজনা এবং সহিংসতা উসকে দেয়। একইভাবে, অধ্যাদেশের ২৬(১) ধারা “ছদ্ম পরিচয়” বা অবৈধ প্রবেশ ব্যবহার করে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতা-উসকানিমূলক বক্তব্য প্রচারকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করেছে; ২৬(২) ধারায় যার সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড বা দশ লক্ষ টাকা জরিমানা।
গণমাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানিয়ে এজেন্সি বলেছে, দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে এবং আইনি দায়বদ্ধতা বিবেচনায় দণ্ডপ্রাপ্ত আসামিদের সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টিকারী বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে জাতীয় সাইবার সংস্থার অনুরোধ
- আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১১:২৬:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১১:২৬:৪৩ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট