বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হলেও, সংশোধনের নির্দিষ্ট বিষয়গুলো উল্লেখ করা হয়নি।
এর আগে গত ২৫ মে সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে, যাতে চারটি বিষয়ে অপরাধের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়। ওই অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা ব্যাপক আন্দোলনে নামেন।
পরিস্থিতি পর্যালোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়, যার সুপারিশের ভিত্তিতেই দ্বিতীয় দফা সংশোধনের খসড়া তৈরি করা হয়।