সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১০:৪০:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১০:৪০:৫১ অপরাহ্ন
‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হলেও, সংশোধনের নির্দিষ্ট বিষয়গুলো উল্লেখ করা হয়নি।
 
এর আগে গত ২৫ মে সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে, যাতে চারটি বিষয়ে অপরাধের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়। ওই অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা ব্যাপক আন্দোলনে নামেন।
 
পরিস্থিতি পর্যালোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়, যার সুপারিশের ভিত্তিতেই দ্বিতীয় দফা সংশোধনের খসড়া তৈরি করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]