আসন্ন জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৭ নভেম্বর) নেত্রকোনায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “পতিত সরকারের সময়কার কিছু সুবিধাভোগী এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড প্রপাগান্ডিস্ট। তবে তাদের কথায় কোনো প্রভাব পড়বে না। নির্ধারিত সময়েই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যাতে জনগণ মুক্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
ডেস্ক রিপোর্ট