ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ , ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থ পাচারে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেল এনবিআর: সিআইসি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যানের মালিক ও তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ হওয়া অবৈধ বালুভর্তি নৌকা রাতারাতি উধাও চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর ওয়াশিংটনে ট্রাম্প–জেলেনস্কি বৈঠক সোমবার: ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনার সম্ভাবনা শিক্ষা ও সেবা হাসপাতাল পৃথকীকরণে সরকারের উদ্যোগ: চিকিৎসা খাতে নতুন সংস্কারের পরিকল্পনা মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইডিসিএলের ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন হবে চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ, দুঃখপ্রকাশের আহ্বান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ নিয়ে বিতর্ক, বাড়ছে নিরাপত্তা ঝুঁকির শঙ্কা অর্থনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করলো সুদান কক্সবাজার সফরে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর স্বাস্থ্যখাতে ডাক্তার সংকট: নতুন ৩ হাজার চিকিৎসক নিয়োগে সরকারের উদ্যোগ বিদেশি রোগী আকর্ষণে প্রাইভেট হাসপাতালে সেবার মান উন্নয়নের আহ্বান নিজের নয়, জনগণের দাবিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন: ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সতর্কবার্তা রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই জাতীয় সনদের খসড়া, সংস্কার ও অঙ্গীকার নিয়ে ঐকমত্য বাগমারায় এক চক্রের জুলুম নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতার ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান: অস্ত্র-বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর হালিশহর বি-ব্লক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোমবার (১ জুলাই) রাতে শুরু হয়ে মঙ্গলবার (২ জুলাই) সকাল পর্যন্ত চলে এই অভিযান।

হালিশহরের র‍্যাবের অভিযান, উদ্ধার হলো অবৈধ ভিওআইপি ডিভাইস

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১২:২২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১২:২২:৫০ পূর্বাহ্ন
হালিশহরের র‍্যাবের অভিযান, উদ্ধার হলো অবৈধ ভিওআইপি ডিভাইস চট্টগ্রাম মহানগরীর হালিশহর বি-ব্লক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোমবার (১ জুলাই) রাতে শুরু হয়ে মঙ্গলবার (২ জুলাই) সকাল পর্যন্ত চলে এই অভিযান।
চট্টগ্রাম মহানগরীর হালিশহর বি-ব্লক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোমবার (১ জুলাই) রাতে শুরু হয়ে মঙ্গলবার (২ জুলাই) সকাল পর্যন্ত চলে এই অভিযান।
 
র‍্যাব সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ওই ভবনের নবম তলায় গোপনে অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, বিটিআরসি ও এনটিএমসি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
 
অভিযানে উদ্ধার করা হয় ৩০টি সিম বক্স, ১০টি শক্তিশালী সার্ভার, প্রায় ১০ হাজার মোবাইল সিমকার্ড (অধিকাংশই টেলিটক ও কিছু এয়ারটেল), একাধিক রাউটার, কম্পিউটার এবং নেটওয়ার্কিং সরঞ্জাম।
 
র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মেজর সানরিয়া চৌধুরী বলেন, “এই চক্রটি মূলত বিদেশ থেকে অবৈধ ভিওআইপি কল পরিচালনা করে আসছিল। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। চক্রটি প্রতারণামূলকভাবে অন্যের নামে সিম সংগ্রহ করে সেগুলো ব্যবহার করত।”
 
তিনি আরও জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চক্রের অন্যতম সদস্য বলে স্বীকার করেছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে র‍্যাব।”
 
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত সরঞ্জাম বিটিআরসির মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অর্থ পাচারে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেল এনবিআর: সিআইসি

অর্থ পাচারে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেল এনবিআর: সিআইসি