ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ আশুরার তাৎপর্য ও রোজা পালন কাঁঠালের আপ্যায়নে মুগ্ধ এনসিপি নেতারা, রংপুরে পদযাত্রায় হৃদয়ছোঁয়া মুহূর্ত সীমানা পুনর্নির্ধারণে আলাদা কমিশনের প্রস্তাব নাকচ করল বিএনপি ও অধিকাংশ দল আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, ৮ জনের গ্রেফতারি পরোয়ানা জুনে রফতানি আয় ৩৩৩ কোটি ডলার, প্রবৃদ্ধি ঋণাত্মক ৭.৫৫ শতাংশ ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা বৃষ্টিপাত ও ভারি বর্ষণের প্রবণতা আগামী পাঁচদিন থাকবে: আবহাওয়া অফিস মিথ্যা তথ্য ঠেকাতে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান ড. ইউনূসের উন্নত সংস্করণে চালু শ্রমিক হেল্পলাইন ১৬৩৫৭ আদানি পাওয়ারকে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করলো বাংলাদেশ সরকার রেমিট্যান্সে রেকর্ড, বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী খুলনায় জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণস্বাক্ষর কর্মসূচি এলপিজির নতুন দাম ঘোষণা হবে বুধবার জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের গেজেট প্রকাশ গাইবান্ধা থেকে আন্দোলনের নতুন শুরু ঘোষণা এনসিপির জুলাই অভ্যুত্থার শহীদদের স্মরণে শহীদ মিনারে গণসংহতির শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থার শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত ১৮ জুলাই অনুষ্ঠিত হবে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৮৬৪, বহিষ্কার ৬২
রাউজানে বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিজিৎ সেন রাজীব (৪৩) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাউজানে ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকার অর্থদণ্ড

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১২:১৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১২:১৬:০৬ পূর্বাহ্ন
রাউজানে ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকার অর্থদণ্ড রাউজানে বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিজিৎ সেন রাজীব (৪৩) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাউজানে বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিজিৎ সেন রাজীব (৪৩) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
চট্টগ্রাম জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বুধবার (০২ জুলাই) দুপুরে রাউজান পৌরসভার জলিল নগর বাস স্ট্যান্ড এলাকার আমানত খান মার্কেটের দুই তলায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা।
 
দণ্ডপ্রাপ্ত সেন রাজীব (৪৩) রাউজান পৌরসভার জলিল নগর সংলগ্ন ঢেউয়াপাড়ার প্রদীপ সেনের ছেলে।
 
সংশ্লিষ্ট সূত্রমতে, ওই ব্যক্তি এসএসসির সনদ ব্যথিত কোনো একাডেমিক সনদ দেখাতে পারেননি। তবে নাম নিজেকে ডিপ্লোমা ধারী দাবি করলেও ডিপ্লোমার সার্টিফিকেটের প্রতিষ্ঠানের সত্যতা পাওয়া যায়নি।
 
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল আইন ২০১০ এর ২৯/২ এবং মেডিকেল প্র্যাকটিস বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি আইন ১৯৮২ এর ১৩ (২) ধারা মোতাবেক ১ লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
 
একই সঙ্গে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। এসময় অভিযুক্ত ব্যক্তি নগদ ১ লাখ টাকা পরিশোধ করতে না পারায় রাউজান থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
 
বর্তমানে তিনি রাউজান থানা হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
 
অভিযানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহজাহান, মেডিকেল অফিসার শান্তনু পালিত ও ডা. তৃষি চৌধুরী, রাউজান থানা পুলিশের প্রতিনিধি ও এনএসআই, চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল।
 
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা বলেন, বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণায় জড়িত থাকার দায়ে অভিজিৎ সেন রাজীব নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা