রাউজানে বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিজিৎ সেন রাজীব (৪৩) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাউজানে ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকার অর্থদণ্ড

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১২:১৬:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১২:১৬:০৬ পূর্বাহ্ন
রাউজানে বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিজিৎ সেন রাজীব (৪৩) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
চট্টগ্রাম জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বুধবার (০২ জুলাই) দুপুরে রাউজান পৌরসভার জলিল নগর বাস স্ট্যান্ড এলাকার আমানত খান মার্কেটের দুই তলায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা।
 
দণ্ডপ্রাপ্ত সেন রাজীব (৪৩) রাউজান পৌরসভার জলিল নগর সংলগ্ন ঢেউয়াপাড়ার প্রদীপ সেনের ছেলে।
 
সংশ্লিষ্ট সূত্রমতে, ওই ব্যক্তি এসএসসির সনদ ব্যথিত কোনো একাডেমিক সনদ দেখাতে পারেননি। তবে নাম নিজেকে ডিপ্লোমা ধারী দাবি করলেও ডিপ্লোমার সার্টিফিকেটের প্রতিষ্ঠানের সত্যতা পাওয়া যায়নি।
 
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল আইন ২০১০ এর ২৯/২ এবং মেডিকেল প্র্যাকটিস বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি আইন ১৯৮২ এর ১৩ (২) ধারা মোতাবেক ১ লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
 
একই সঙ্গে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। এসময় অভিযুক্ত ব্যক্তি নগদ ১ লাখ টাকা পরিশোধ করতে না পারায় রাউজান থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
 
বর্তমানে তিনি রাউজান থানা হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
 
অভিযানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহজাহান, মেডিকেল অফিসার শান্তনু পালিত ও ডা. তৃষি চৌধুরী, রাউজান থানা পুলিশের প্রতিনিধি ও এনএসআই, চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল।
 
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা বলেন, বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণায় জড়িত থাকার দায়ে অভিজিৎ সেন রাজীব নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]