ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর বাগেরহাটে কাতারপ্রবাসী নাছির উদ্দীনের বাড়িতে শুক্রবার রাতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরি। চোরের দল ঘরের তালা ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে নাছির উদ্দীনের স্ত্রী বেবি আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গৃহকর্ত্রীর শ্বশুর সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। বেবি আক্তার বাপের বাড়িতে ছিলেন। রাতের কোনো এক সময়ে চোরেরা ঘরে প্রবেশ করে আলমারি ও রুমের দরজা ভেঙে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা এসে চুরির বিষয়টি জানতে পারেন। ঘটনাটিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, “চুরির ঘটনায় মামলা রেকর্ড করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এর আগে গত ১৮ অক্টোবর একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়, যেখানে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো ও নগদ অর্থসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট হয়।
ডেস্ক রিপোর্ট