চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী (ডাউন) লেনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাশেদ রানা জানান, চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মুখ থেঁতলে যায়।
তিনি আরও বলেন, “নিহতের পরিচয় এখনো জানা যায়নি। গায়ে শীতের জামা, লম্বা চুল ও দাড়ি দেখে মনে হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।”
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ডেস্ক রিপোর্ট