চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পারুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আনু মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো—মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার, মো. কালুর কন্যা হাবীবা আক্তার এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার। তাদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে, এবং সুমাইয়া ও হাবীবা চাচাতো বোন বলে জানা গেছে।
পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার হোসেন জানান, বিকেলে খেলার সময় অসাবধানতাবশত তিন শিশু পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে চারপাশে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিনজনকেই উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:৪৮:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:৪৮:৫৯ অপরাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট