ঢাকা , শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ইসকন নিষিদ্ধের দাবি ইন্তিফাদা বাংলাদেশ ও কয়েকটি ইসলামী সংগঠনের শাহবাগে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১ বাংলাদেশে ইসরাইলি শিপিং নেটওয়ার্কের ছায়া? বিতর্কে ট্রাইডেন্ট লাইন উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রশ্নে অধ্যাদেশ প্রস্তাব, ফাওজুল কবিরের ফেসবুক বার্তা গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক টাস্কফোর্স, তুরস্কের নেতৃত্বে সম্মিলিত উদ্যোগ গাজায় ইসরাইলকে চাপ দাও, তুরস্কের আহ্বান — এরদোগানের স্পষ্ট বার্তা প্যাংগং হ্রদে চীনের বড় সামরিক নির্মাণ, স্যাটেলাইটে ধরা পড়ল অস্ত্রাগার ও বাঙ্কার কিশোরগঞ্জে খালে ডুবে একই পরিবারের ৩ শিশু নিহত ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন কাশ্মীরের শত্রু সেই সূর্যকান্ত শর্মা স্পেসএক্সকে টেক্কা দিতে ইউরোপের ৬.৫ বিলিয়ন ইউরোর মহাকাশ প্রকল্প মার্কিন চাপের জেরে রাশিয়ার তেল কেনা কমাচ্ছে চীন ও ভারত ঢাকায় হিউম্যান বিলবোর্ড বিপ্লব: শরীরে স্ক্রিন বয়ে চলছে নতুন বিজ্ঞাপনের যুগ গাজা এখন মৃত্যু ফাঁদ: বিশ হাজার অবিস্ফোরিত বোমায় বিপর্যস্ত উপত্যকা পীরগঞ্জে নাতির হাতে দাদী খুন, গ্রেপ্তার নাতি অনিক হাসান হৃদয় সাত দিনের মধ্যে বেদখল জমি উদ্ধার হবে, নতুন ভূমি আইন কার্যকর জাতীয় নির্বাচনে জামানত বেড়ে ৫০ হাজার, ইভিএম বাদসহ নতুন বিধান অনুমোদন অগ্নিকাণ্ড রোধে সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ অসলোতে ইসলামোফোবিয়া মোকাবিলায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু জাতীয় নির্বাচনে যুগান্তকারী সংস্কার: অনুমোদিত হলো আরপিও সংশোধনের খসড়া

শ্রীশান্ত রায় এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছে বুয়েট শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:২৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:২৪:৪০ পূর্বাহ্ন
শ্রীশান্ত রায় এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছে বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক শিক্ষার্থীর নারীবিদ্বেষী ও ধর্মনিন্দাসূচক বক্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসজুড়ে। গত পাঁচ মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।
 

প্রাথমিকভাবে বুয়েট প্রশাসন ঘটনাটি তদন্তের উদ্যোগ নিলেও শিক্ষার্থীরা প্রশাসনের পদক্ষেপে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হলেও তাকে বিশেষ সুবিধা দিয়ে ‘নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ’ দেওয়া হচ্ছে। এদিকে, ডিন অব স্টুডেন্ট ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ) অফিস ঘেরাও করে রাখা শিক্ষার্থীরা দাবি জানান, অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা এবং তার ডিজিটাল ডিভাইস ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নিতে হবে।
 

প্রতিবাদে গত দুই দিন ধরে ক্যাম্পাসে টানা কর্মসূচি চলছে। একাধিক বিভাগে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিচ্ছেন। প্রতিবাদে অংশ নেওয়া এক ছাত্রী বলেন, “এটি শুধু বুয়েটের নয়, নারীর মর্যাদা ও ধর্মীয় মূল্যবোধের প্রশ্ন। তাই আমরা ন্যায্য বিচার চাই।”
 

অন্যদিকে, প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত নয়; আইনি প্রক্রিয়ার জন্য সুনির্দিষ্ট প্রমাণ প্রয়োজন। তবে শিক্ষার্থীরা মনে করছেন, এই বিলম্বই দোষীর জন্য নিরাপদ আশ্রয় তৈরি করছে। পুলিশের তরফ থেকেও প্রমাণ ছাড়া ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।
 

সামাজিক মাধ্যমে পুরো বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। অনেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
 

ঘটনার জের ধরে গতকাল রাত থেকে বুয়েট ক্যাম্পাসে টান টান উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা সতর্ক করে জানিয়েছেন, যদি প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেয়, তবে তারা দীর্ঘমেয়াদি আন্দোলনে যাওয়ার ঘোষণা দেবেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস

যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস