ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি জানুয়ারিতেই আংশিকভাবে কার্যকর হতে পারে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল গুমের শিকার পরিবারগুলোর কান্নায় আবেগাপ্লুত তারেক রহমান ইসি ভবনে হট্টগোল: মিন্টু-হাসনাত বাদানুবাদে উত্তপ্ত আপিল শুনানি এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য বৈঠক: দলগুলোতে মতপার্থক্য, শুক্রবার হবে স্বাক্ষর অনুষ্ঠান

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০২:১৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০২:১৮:৩০ পূর্বাহ্ন
জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য বৈঠক: দলগুলোতে মতপার্থক্য, শুক্রবার হবে স্বাক্ষর অনুষ্ঠান

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূর করতে আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন দলের নেতাদের চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকের সভাপতিত্ব করেন। এটি ছিল কমিশন ও দলগুলোর মধ্যে শেষ আনুষ্ঠানিক বৈঠক।
 

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোট আয়োজন ও নির্বাচনের সময়সূচি নিয়ে দলগুলোর মধ্যে নানা মত উঠে আসে। আলোচনার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ভিন্নমত থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তিনি মন্তব্য করেন, কমিশনের কিছু প্রস্তাব বাস্তবতাবর্জিত, তবে সব দলের সম্মতিসূচক সাক্ষরসহ জুলাই সনদ কার্যকর করতে হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই। সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, নির্বাচিত সরকারের শূন্যতা দীর্ঘায়িত হলে রাষ্ট্রীয় জটিলতা বাড়ে, তাই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের বিকল্প নেই।
 

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সময়সীমা অল্প থাকায় আরেকটি বড় আয়োজন বাস্তবসম্মত নয় এবং অধিকাংশই সংস্কারপন্থী হওয়ায় ফলাফল পূর্বনির্ধারিতই বলা যায়। জামায়াত নেতা মতিউর রহমান আকন্দের মতে, মতভেদ গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি বলেন, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।
 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে এবং নোট অব ডিসেন্টসহ বাকি সিদ্ধান্তগুলোও গৃহীত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সনদ স্বাক্ষরের পর সরকার গণভোট ও নির্বাচনের জন্য যথাযথ উদ্যোগ নেবে।
 

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, অস্পষ্টতা জাতিকে বিভ্রান্ত করে। তাই সনদের নোট অব ডিসেন্টের বিষয়গুলো পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা প্রয়োজন। তিনি আরও প্রশ্ন তোলেন, গণভোটে সুনির্দিষ্ট প্রশ্নগুলো কী হবে তা এখনও স্পষ্ট নয়।
 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে একটি নতুন দিকনির্দেশনা সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন, বৈপ্লবিক পথে এগোব নাকি সংবিধানসম্মতভাবে সেই লক্ষ্য পূরণ করব—এ নিয়েও ভিন্ন মত আছে। তার মতে, মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।
 

অন্যদিকে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’-র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দলগুলোর মধ্যে কিছু মতবিরোধ থাকলেও তা আলোচনার মাধ্যমে নিরসন করা হবে। বৈঠকগুলোতে গঠনমূলক আলোচনা হলেও, বাইরে রাজনৈতিক বিভেদ জাতির উদ্বেগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
 

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, আসন্ন শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদের আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি জানুয়ারিতেই আংশিকভাবে কার্যকর হতে পারে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল

চলতি জানুয়ারিতেই আংশিকভাবে কার্যকর হতে পারে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল