জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য বৈঠক: দলগুলোতে মতপার্থক্য, শুক্রবার হবে স্বাক্ষর অনুষ্ঠান

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০২:১৮:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০২:১৮:৩০ পূর্বাহ্ন

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূর করতে আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন দলের নেতাদের চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকের সভাপতিত্ব করেন। এটি ছিল কমিশন ও দলগুলোর মধ্যে শেষ আনুষ্ঠানিক বৈঠক।
 

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোট আয়োজন ও নির্বাচনের সময়সূচি নিয়ে দলগুলোর মধ্যে নানা মত উঠে আসে। আলোচনার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ভিন্নমত থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তিনি মন্তব্য করেন, কমিশনের কিছু প্রস্তাব বাস্তবতাবর্জিত, তবে সব দলের সম্মতিসূচক সাক্ষরসহ জুলাই সনদ কার্যকর করতে হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই। সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, নির্বাচিত সরকারের শূন্যতা দীর্ঘায়িত হলে রাষ্ট্রীয় জটিলতা বাড়ে, তাই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের বিকল্প নেই।
 

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সময়সীমা অল্প থাকায় আরেকটি বড় আয়োজন বাস্তবসম্মত নয় এবং অধিকাংশই সংস্কারপন্থী হওয়ায় ফলাফল পূর্বনির্ধারিতই বলা যায়। জামায়াত নেতা মতিউর রহমান আকন্দের মতে, মতভেদ গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি বলেন, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।
 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে এবং নোট অব ডিসেন্টসহ বাকি সিদ্ধান্তগুলোও গৃহীত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সনদ স্বাক্ষরের পর সরকার গণভোট ও নির্বাচনের জন্য যথাযথ উদ্যোগ নেবে।
 

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, অস্পষ্টতা জাতিকে বিভ্রান্ত করে। তাই সনদের নোট অব ডিসেন্টের বিষয়গুলো পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা প্রয়োজন। তিনি আরও প্রশ্ন তোলেন, গণভোটে সুনির্দিষ্ট প্রশ্নগুলো কী হবে তা এখনও স্পষ্ট নয়।
 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে একটি নতুন দিকনির্দেশনা সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন, বৈপ্লবিক পথে এগোব নাকি সংবিধানসম্মতভাবে সেই লক্ষ্য পূরণ করব—এ নিয়েও ভিন্ন মত আছে। তার মতে, মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।
 

অন্যদিকে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’-র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দলগুলোর মধ্যে কিছু মতবিরোধ থাকলেও তা আলোচনার মাধ্যমে নিরসন করা হবে। বৈঠকগুলোতে গঠনমূলক আলোচনা হলেও, বাইরে রাজনৈতিক বিভেদ জাতির উদ্বেগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
 

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, আসন্ন শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদের আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]