খুলনা শহরের দৌলতপুর রেলিগেট এলাকায় একটি ডাস্টবিনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয়দের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত কয়েক দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পরিচয় শনাক্ত না হওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ডেস্ক রিপোর্ট