জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তায় জানানো হয়,
“জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মৃত্যুবরণ করেছেন। ক্যাম্পাস সংলগ্ন একটি হোটেলে খাবার খেতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগ এর ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যু
- আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১০:১৮:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১০:১৯:৫৪ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ