গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা শিশু অংকিতার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৩ অক্টোবর) সকালে নদী থেকে তার মরদেহ পাওয়া যায়। তবে এখনো আরেক শিশু তন্ময়ের কোনো খোঁজ মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন দেখতে পরিবারের সঙ্গে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় উঠেছিল অংকিতা ও তন্ময়। কিছু দূর যাওয়ার পর নৌকাটি বড় একটি নৌকার সঙ্গে ধাক্কা খেলে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশু পানিতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ শিশু তন্ময়কে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
গাজীপুরে তুরাগ নদে নৌকাডুবি: অংকিতার মরদেহ উদ্ধার, তন্ময় এখনও নিখোঁজ
- আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:১৬:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:১৬:১৩ অপরাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট