পটুয়াখালীর রাঙ্গাবালীতে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে একটি নিষিদ্ধ ট্রলিং বোট জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। এ সময় তিন জেলেকে আটক করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল লঞ্চঘাটের কাছে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা কৌশিক সরকার। জানা গেছে, মাছ ধরার প্রস্তুতিকালে “এফবি সীতারাম-৩” নামের ট্রলিং বোটটি জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ভোলা লালমোহনের গজারিয়া গ্রামের ইউনুস ফরাজীর ছেলে ভূট্টু ফরাজী (২৬), চরফ্যাশনের জীন নগর গ্রামের মৃত রঞ্জন দাসের ছেলে সোহাগ চন্দ্র দাস (২৮) এবং নোয়াখালীর দক্ষিণ হাতিয়ার চর পার্টিয়া গ্রামের মৃত মোস্তফার ছেলে নূর উদ্দিন (৩৯)।
রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন-২০২০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।