সুন্দরবনে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর অবশেষে পর্যটক মাহিত আব্দুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের ডিমের চরের দক্ষিণ পাশে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
পরিবার ও বন বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কচিখালী ডিমের চর সংলগ্ন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মাহিত। ঘটনার পরপরই বন বিভাগ এবং কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। প্রায় দেড় দিন পর তার সন্ধান মেলে।
নিহত মাহিত আব্দুল্লাহ ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা এবং শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। বন বিভাগ জানিয়েছে, মরদেহ পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন, নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সুন্দরবনে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ মিলল ৩০ ঘণ্টা পর
- আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১০:৫২:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১০:৫৩:৩৮ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ