যুক্তরাজ্য সফররত ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকে গাজা যুদ্ধ ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) লন্ডনের ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই নেতা সরাসরি কঠোর বক্তব্য বিনিময় করেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে গাজায় ইসরাইলি অভিযানের তীব্র সমালোচনা করেছেন স্টারমার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। এমন প্রেক্ষাপটে হার্জোগের এই সফর হয়। বৈঠক শুরুতে দুই নেতা আলোকচিত্রী ও সংবাদকর্মীদের সামনে করমর্দন করলেও আলোচনায় গাজা ইস্যুতে তর্কাতর্কি হয়।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আগের দিন দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানান এবং বলেন, এ ধরনের পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ অংশীদারের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন, যা শান্তি প্রতিষ্ঠার পথে বাধা তৈরি করে। তিনি গাজায় ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহায়তা পুনরায় শুরু ও আক্রমণাত্মক অভিযান বন্ধের আহ্বান জানান।
আলোচনার পর সাংবাদিকদের হার্জোগ বলেন, “আমাদের মধ্যে খোলামেলা ও স্পষ্ট আলোচনা হয়েছে। এটি মিত্রদের মধ্যে হলেও কঠিন একটি বৈঠক ছিল।” তিনি আরও যোগ করেন, “এটি এমন এক বৈঠক যেখানে কঠিন ও জোরালো কথা হয়েছে। মিত্রদের মাঝে তর্ক হতেই পারে—এটা স্বাভাবিক।”