চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সহিংসতা ও উত্তেজনা ছড়িয়ে পড়ায় উপজেলা প্রশাসন এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। শনিবার রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী এ সময় কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত কিংবা অস্ত্র বহন কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত সংলগ্ন এলাকাজুড়ে সকল ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা এ সময় অনুমোদনযোগ্য হবে না।
প্রশাসনের এমন সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো শনিবার সন্ধ্যায় এলাকায় জশনে জুলুসের একটি গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়া। রাত আটটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় দারুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে। ফলে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সামগ্রিকভাবে পুরো এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন জরুরি পদক্ষেপ হিসেবে ১৪৪ ধারা জারি করে।