ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড নিজেকেই ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

অধিকার আদায়ে ইসলামের নির্দেশনা: মানুষের হক আল্লাহর হকের আগে

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:২৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:০৭:১৯ পূর্বাহ্ন
অধিকার আদায়ে ইসলামের নির্দেশনা: মানুষের হক আল্লাহর হকের আগে অন্যের প্রতি জুলুম বা অধিকার হরণ কোনোভাবেই ইসলামে অনুমোদিত নয়। দুনিয়াতে কারো ওপর অন্যায় করলে কিয়ামতের দিন তার বিচার হবেই। তাই সময় থাকতে ক্ষমা চাওয়া ও হক আদায় করাই একজন মুসলমানের দায়িত্ব।
ইসলামে মানুষের অধিকার (হক্কুল ইবাদ) আদায়ের গুরুত্ব আল্লাহর হক আদায়ের চেয়েও বেশি গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। হাদিসে বলা হয়েছে, কেউ যদি মানুষের হক আদায় করে, তাহলে আল্লাহর হকও আদায় হয়েছে বলে গণ্য হয়। এর বিপরীতে, যদি কেউ মানুষের হক নষ্ট করে, তাহলে তার জন্য কঠিন শাস্তির ঘোষণা রয়েছে। ইসলাম মানুষে-মানুষে সম্পর্কের ন্যায্যতা ও নৈতিক দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দেয়। কারো অধিকার ক্ষুণ্ন হলে, তা পরিশোধ বা ক্ষমা অর্জন ছাড়া আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া সম্ভব নয়।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যদি কারও ওপর কারো কোনো অধিকার থাকে, তবে তা পরিশোধ না করে তওবা কবুল হয় না।" তিন আরও বলেন, "নিজের সম্পদ রক্ষায় সংগ্রাম করতে গিয়ে কেউ নিহত হলে সে শহীদ। আর কারো সম্পদ অবৈধভাবে নেওয়া হলে তার জন্য কিয়ামতের দিনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।" (মুসলিম)

ইসলাম কীভাবে অধিকার আদায়ে মানুষকে উদ্বুদ্ধ করে:
🔹 অন্যের সম্পদ ভোগ করা হারাম: যদি কেউ এক বিঘত জমিও জবরদখল করে, কিয়ামতের দিন তার গলায় সাত তবক জমি ঝুলিয়ে দেওয়া হবে।
🔹 প্রতিবাদ বৈধ: জোরপূর্বক সম্পদ নিতে এলে প্রতিরোধ করতে বলা হয়েছে—এমনকি প্রাণঘাতী হলে শহীদ হওয়ার সওয়াব রয়েছে।
🔹 জবাবদিহির হিসাব: কিয়ামতের দিনে কেউ কারও অধিকার ক্ষুণ্ন করলে তার নেক আমল থেকে সেই পাওনা আদায় করা হবে, আর আমল না থাকলে ক্ষতিগ্রস্তের গোনাহ তার উপর চাপানো হবে। (বুখারি ২৪৪৯)

সত্যিকার গরিব কে? রাসুল (সা.) বলেছেন: “গরিব সেই নয় যার টাকা-পয়সা নেই; বরং গরিব সেই, যে অনেক নেক আমল নিয়ে কিয়ামতে হাজির হবে, কিন্তু দুনিয়াতে অন্যের অধিকার ক্ষুণ্ন করেছিল। ফলে তার সব আমল অন্যদের দিয়ে দেওয়া হবে, শেষ পর্যন্ত তার ওপর তাদের গোনাহ চাপিয়ে দেওয়া হবে—এবং সে জাহান্নামে যাবে।” (মুসলিম ২৫৮১)

ইসলামের বার্তা:
মানুষের হক রক্ষা করা ইসলামের মৌলিক শিক্ষা। নিজের অধিকার রক্ষায় বৈধ পদক্ষেপ নেওয়া ন্যায়সংগত। জুলুমকারীর বিরুদ্ধে দাঁড়ানো ঈমানের পরিচয়। কারো হক নষ্ট করা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতে চরম শাস্তির কারণ।

অন্যের প্রতি জুলুম বা অধিকার হরণ কোনোভাবেই ইসলামে অনুমোদিত নয়। দুনিয়াতে কারো ওপর অন্যায় করলে কিয়ামতের দিন তার বিচার হবেই। তাই সময় থাকতে ক্ষমা চাওয়া ও হক আদায় করাই একজন মুসলমানের দায়িত্ব।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস