সিলেটের জাফলং সীমান্ত থেকে ভারতীয় চারটি এয়ার গান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৪ আগস্ট) ভোরে গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।
বিজিবি সিলেট-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে গোয়াইনঘাট সীমান্তের কাটারী এলাকায় টহল দল কৌশলগত অবস্থান নেয়। ওই সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে চারটি ভারতীয় এয়ার গান উদ্ধার করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিতভাবে চালানো হচ্ছে।