লাতু সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন করলো বিএসএফ
- আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:১০:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:০৭:৪৩ পূর্বাহ্ন
সোমবার (২৩ জুন) ভোরে সীমান্তের একটি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আবারও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৩ জুন) ভোরে সীমান্তের একটি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সিলেট-৫২ ব্যাটালিয়ন জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশের নাগরিক। ভোরে নারী ও শিশুসহ ১৬ জনকে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। বিজিবির তথ্যমতে, রোহিঙ্গারা বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং কাজ করছিল রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে। বিএসএফ সেখান থেকে তাদের আটক করে লাতু সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। একইভাবে বাংলাদেশি চার নাগরিকও কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট