পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের আলীনগর-ভূতপুকুর এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়। এর আগে গত ২৬ জুন কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। পরে তারা চাঁপাইনবাবগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ভারতের পুলিশের বিশেষ শাখা তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আটক ব্যক্তিদের ফেরত নিতে আগ্রহ প্রকাশ করেছে। যেহেতু তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে, তাই বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে। তবে ভারত যদি ফেরত না নেয়, তাহলে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হবে।
আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর গ্রামের বাসিন্দা হিসেবে। তারা হলেন— মো. দানেশ, তার স্ত্রী সোনালী বেগম ও তাদের ছেলে মো. সাব্বির; একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম এবং তাদের দুই সন্তান কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ান।
তথ্যমতে, পরিবারগুলো দিল্লির একটি ইটভাটায় কাজ করতেন। সেখানে স্থানীয় পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে গ্রেফতার করে। পরবর্তীতে কুড়িগ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। পুলিশ ধারণা করছে, তারা নদীপথ ব্যবহার করে ভারতে ফেরার চেষ্টা করছিলেন, তবে তার আগেই তাদের আটক করা হয়।