ঢাকা , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশে ফসল ও ফুলের চাষে নতুন অধ্যায়: স্পেস মিউটাজেনেসিসে উদ্ভাবিত লুইউয়ান-৫০২ গম তেহরানে তেল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘন ধোঁয়ায় ঢেকে গেল রাজধানী তুরস্ক–সিরিয়া সামরিক চুক্তি: আঞ্চলিক প্রভাব বাড়াতে নতুন কৌশল মাইক্রোসফট–ইসরায়েল চুক্তি নিয়ে বিতর্ক: ক্লাউড প্রযুক্তি সহযোগিতা নাকি নজরদারি কেলেঙ্কারি? আফ্রিকায় তুরস্কের ‘বায়রাকতার কূটনীতি’: সেনেগালে ড্রোন কারখানা, বাড়ছে আঙ্কারার প্রভাব মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ এক কর্মচারী হাসপাতালে অর্থ পাচারে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পেল এনবিআর: সিআইসি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যানের মালিক ও তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ হওয়া অবৈধ বালুভর্তি নৌকা রাতারাতি উধাও চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর ওয়াশিংটনে ট্রাম্প–জেলেনস্কি বৈঠক সোমবার: ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনার সম্ভাবনা শিক্ষা ও সেবা হাসপাতাল পৃথকীকরণে সরকারের উদ্যোগ: চিকিৎসা খাতে নতুন সংস্কারের পরিকল্পনা মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইডিসিএলের ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন হবে চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ, দুঃখপ্রকাশের আহ্বান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ নিয়ে বিতর্ক, বাড়ছে নিরাপত্তা ঝুঁকির শঙ্কা অর্থনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করলো সুদান কক্সবাজার সফরে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর স্বাস্থ্যখাতে ডাক্তার সংকট: নতুন ৩ হাজার চিকিৎসক নিয়োগে সরকারের উদ্যোগ

ভোলাগঞ্জের সাদা পাথর কৃত্রিম পুনঃস্থাপনে টেকসই সমাধান কতটা সম্ভব?

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১০:০৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১০:০৫:৩৯ পূর্বাহ্ন
ভোলাগঞ্জের সাদা পাথর কৃত্রিম পুনঃস্থাপনে টেকসই সমাধান কতটা সম্ভব? ছবি সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর একসময় ছিল দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। কিন্তু অবৈধভাবে দেড় কোটি ঘনফুটের বেশি পাথর লুটের পর এলাকা এখন প্রায় ফাঁকা। প্রশাসনের উদ্যোগে উদ্ধার হওয়া পাথর ফিরিয়ে দেয়া হচ্ছে আগের জায়গায়, তবে এর অগ্রগতি ধীর এবং কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সোমবার (১৮ আগস্ট) পর্যন্ত উদ্ধার হওয়া পাথরের পরিমাণ প্রায় চার লাখ ঘনফুট। এর মধ্য থেকে পুনঃস্থাপন করা হয়েছে মাত্র কয়েক হাজার ঘনফুট। এই ধীরগতি নিয়ে সংশয় দেখা দিয়েছে, কারণ লুট হওয়া বিপুল পরিমাণ পাথরের তুলনায় উদ্ধার হওয়া ও পুনঃস্থাপন প্রক্রিয়া অত্যন্ত সামান্য।

পরিবেশকর্মীরা বলছেন, এ ধরনের কৃত্রিম প্রতিস্থাপন প্রকৃতপক্ষে ভোলাগঞ্জকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার বলেন, “পাথর পুনঃস্থাপন নামে নতুন শব্দ এসেছে, কিন্তু বাস্তবে এর টেকসইতা নিয়ে প্রশ্ন রয়েছে। এসব পাথর মাটি বা বালির সঙ্গে মিশে যেতে সময় লাগবে, ফলে স্বাভাবিকভাবে জায়গা নিতে পারবে না। উল্টো মানুষের জন্য নতুন বিপদের ঝুঁকিও তৈরি হতে পারে।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সিলেট জেলা সাধারণ সম্পাদক কাসমির রেজা বলেন, “ভোলাগঞ্জকে আগের রূপে ফেরাতে প্রকৃতির উপরই নির্ভর করতে হবে। প্রতি বছর ঢলে নতুন পাথর আসে না; কোনো কোনো বছরই আসে। তাই প্রাকৃতিক ঢল ছাড়া কৃত্রিম পুনঃস্থাপনে প্রকৃত সমাধান আসবে না।”

অন্যদিকে প্রশাসনও স্বীকার করছে যে পুনঃস্থাপন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। জেলা প্রশাসক (ডিসি) শের মাহবুব মুরাদ তার পদ ছাড়ার আগে জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হবে। তার মতে, উদ্ধার করা পাথর রিপ্লেস করা হলেও প্রকৃত রূপ ফিরে আসবে কি না, তা বিশেষজ্ঞ মতামতের উপর নির্ভর করছে।

এদিকে স্থানীয়রা শঙ্কা প্রকাশ করছেন, এই পুনঃস্থাপন উদ্যোগ যেন নতুন করে অর্থ লুটপাটের প্রকল্পে পরিণত না হয়। কারণ ইতোমধ্যেই অবৈধ উত্তোলন ও বাণিজ্যের সঙ্গে জড়িত প্রভাবশালী মহল প্রশাসনিক তৎপরতার সুযোগে ফায়দা নিতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, ভোলাগঞ্জের সাদা পাথর শুধু খনিজ সম্পদ নয়, এটি একটি নৈসর্গিক ঐতিহ্য। এর টেকসই পুনঃস্থাপন প্রক্রিয়া ব্যর্থ হলে কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয়, স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। তাই এখন প্রশ্ন থেকেই যাচ্ছে—প্রকাশ্যে লুটপাটের পর ভোলাগঞ্জ কি আর আগের সৌন্দর্যে ফিরতে পারবে, নাকি এটি চিরতরে হারিয়ে যাবে ইতিহাসের পাতা?


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাকাশে ফসল ও ফুলের চাষে নতুন অধ্যায়: স্পেস মিউটাজেনেসিসে উদ্ভাবিত লুইউয়ান-৫০২ গম

মহাকাশে ফসল ও ফুলের চাষে নতুন অধ্যায়: স্পেস মিউটাজেনেসিসে উদ্ভাবিত লুইউয়ান-৫০২ গম