ঢাকা , মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইআরজিসির মুখপাত্রের পারমাণবিক প্রতীক বহন ​গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আরব নেতাদের বৈঠক ফিলিস্তিনের স্বীকৃতিতে জাপানের পিছু হটা: মার্কিন চাপে নত স্বীকারের অভিযোগ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর ফিলিস্তিনের স্বীকৃতি প্রত্যাখ্যান করল ইসরায়েল, বসতি দ্বিগুণ করার ঘোষণা নেতানিয়াহুর ফিলিস্তিনের স্বীকৃতিকে ‘কূটনৈতিক বিপর্যয়’ বলছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা সিডনিতে শায়খ আহমাদুল্লাহ: মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই ইরানে ফুসফুস ক্যান্সারের স্মার্ট ভ্যাকসিন তৈরি, যুগান্তকারী আবিষ্কারের দাবি বাগরাম বিমান ঘাঁটি নিয়ে ট্রাম্পের দাবি, রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়া ও তালেবানের কঠোর জবাব ট্রাম্পের H-1B ভিসা ফি নিয়ে হোয়াইট হাউসের নতুন ব্যাখ্যা: ১ লাখ ডলার বার্ষিক নয়, এককালীন যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা জরিপ বন্ধ ঘোষণা: ট্রম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্ত রুশ তেল আমদানিতে ইইউ’র চাপে হাঙ্গেরি ও স্লোভাকিয়া বাল্টিক অঞ্চলে কমছে মার্কিন সহায়তা, বাড়ছে উত্তেজনা ইউক্রেনে ভাড়াটে যোদ্ধাদের আটকে রাখার অভিযোগ: চাঞ্চল্যকর দাবি মানবাধিকার কর্মীর নরওয়ের ৮৫ বিলিয়ন ক্রোনার সহায়তা নিয়ে সমালোচনা ইউরোপের পদক্ষেপের প্রতিবাদে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করল ইরান সিনাইয়ে মিসরের সামরিক উপস্থিতি বৃদ্ধি: শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মামলা খারিজ করল আদালত: নিউইয়র্ক টাইমসের জয় ​৬ বিলিয়ন ডলারের সামরিক প্যাকেজ: ইসরায়েলকে নতুন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ইতালিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: রাভেনা বন্দরে অস্ত্রবাহী ট্রাক আটকালেন শ্রমিকরা

ক্যানসারের দ্বিগুণ কার্যকরী ওষুধ উদ্ভাবনের দাবি মার্কিন গবেষকদের

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:৫৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:৫৭:৪০ অপরাহ্ন
ক্যানসারের দ্বিগুণ কার্যকরী ওষুধ উদ্ভাবনের দাবি মার্কিন গবেষকদের
প্রতি বছর লাখ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। ক্যানসার যেন এখন ভয়াবহ রূপ ধারণ করেছেন। দেখা যায়, ৭১৪ রোগীর ওপর চালানো পরীক্ষায় ৩৬৩ জনকে পেমব্রোলিজুম্যাব দেওয়ার পর প্রচলিত চিকিৎসা দেওয়া হয়। বাকি ৩৫১ জনকে শুধু প্রচলিত চিকিৎসা— টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচারের পর রেডিওথেরাপি, মাঝে মাঝে কেমোথেরাপি দেওয়া হয়। আর মাথা ও ঘাড়ের ক্যানসারের প্রচলিত চিকিৎসা গত ২০ বছরে বদলায়নি। এসব রোগীর অধিকাংশ পাঁচ বছরও বাঁচে না।
 
এদিকে মাথা ও ঘাড়ের ক্যানসারের বর্তমান চিকিৎসা পদ্ধতির দ্বিগুণ কার্যকরী ওষুধ আবিষ্কারের দাবি করেছে একটি গবেষক। সম্প্রতি আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক সম্মেলনে এ সংক্রান্ত গবেষণাটি উপস্থাপন করা হয়। এ আবিষ্কারকে চিকিৎসা বিজ্ঞানে দুই দশকের সবচেয়ে যুগান্তকারী সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।
 
আবিষ্কৃত ইমিউনোথেরাপি ওষুধ পেমব্রোলিজুম্যাব শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। এটি রোগীর দেহের একটি নির্দিষ্ট প্রোটিনকে লক্ষ্য বানিয়ে কাজ করে, যা ক্যানসার কোষ ধ্বংসে সহায়তা করে থাকে।
 
গবেষণায় দেখা গেছে, নতুন আবিষ্কৃত ওষুধটি কিছু রোগীর ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত ক্যানসার নিয়ন্ত্রণে রেখেছে। অথচ প্রচলিত চিকিৎসার সঙ্গে দেওয়া হলে সেটি ৩০ মাস পর্যন্ত কার্যকর থাকে। এ পরীক্ষায় ২৪ দেশের ১৯২টি এলাকা থেকে ৭০০ রোগী অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন বিভাগের গবেষক দল এ গবেষণা পরিচালনা করেন। এতে সহগবেষক ও অনকোলজির অধ্যাপক ড. ডগলাস অ্যাডকিনস বলেন, ‘এই প্রথম এ রকম কোনো ওষুধে এমন প্রভাব দেখা গেছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ সাফল্য।
 
ক্যানসার কিংবা ক্যানসারজনিত রোগের গবেষণা, রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে কাজ করেন চিকিৎসা বিজ্ঞানের অনকোলজি শাখা। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের অনকোলজিস্ট বলা হয়। বিশ্বব্যাপী গবেষকরা এর মধ্যেই ওষুধটি মাথা ও ঘাড়ের ক্যানসারের আধুনিক প্রতিষেধক হিসেবে ব্যবহার শুরু করেছেন।
 
এই ইমিউনোথেরাপি বিশেষ করে পিডি-এল১ নামের ইমিউন মার্কারের উচ্চমাত্রায় থাকলে বেশি ভালো কাজ করেছে। তবে সব ধরনের গলা ও মুখের ক্যানসার আক্রান্তদের ক্ষেত্রেই এটি রোগের সম্পূর্ণ নিরাময় বা ক্যানসার কোষ ছড়ানো বন্ধ করেছে।
 
লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের বায়োলজিকাল ক্যানসার থেরাপির অধ্যাপক কেভিন হ্যারিংটন যুক্তরাজ্যভিত্তিক গবেষণা দলের নেতৃত্ব দেন। এই পরীক্ষায় অর্থায়ন করেছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমএসডি।
 
তিনি বলেন, এই ইমিউনোথেরাপি যেসব রোগীর ক্যানসার ছড়িয়ে পড়েছে বা ফিরে এসেছে, তাদের জন্য দারুণ কার্যকর। তবে এবারই প্রথমবারের মতো নতুন রোগীদের ক্ষেত্রে কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
 
‘ক্যানসার কোষ ছড়ানো শুরু হলে এর চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবে ইমিউনোথেরাপি ক্যানসার কোষ ছড়িয়ে পড়ার শঙ্কা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এ গবেষণায় এটি প্রমাণিত হয়েছে।
 
তিনি বলেন, পরীক্ষার ফলে দেখা গেছে— পেমব্রোলিজুম্যাব রোগীদের প্রচলিত চিকিৎসার তুলনায় অনেক বেশি সময় রোগমুক্ত অবস্থায় রাখে। যাদের শরীরে ইমিউন মার্কার বেশি, সেসব রোগীর ওপর এটি সবচেয়ে ভালো কাজ। তবে আশার কথা হলো— ইমিউন মার্কারের মাত্রা যা-ই হোক না কেন, এই ওষুধটি মাথা ও গলার ক্যানসারে আক্রান্ত সব রোগীর ক্ষেত্রেই চিকিৎসার ফল উন্নত করেছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও মায়ের হত্যাকাণ্ড: দ্রুত বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও মায়ের হত্যাকাণ্ড: দ্রুত বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন