ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় বৈষম্যের অভিযোগ ভিত্তিহীন: প্রাথমিক মন্ত্রণালয় কাপ্তাই হ্রদে তিন মাস পর শুরু হচ্ছে মাছ ধরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পোশাক শিল্পের জন্য ইতিবাচক: ফজলে শামীম এহসান মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন পুলিশের কর্মকর্তা নন: পুলিশ সদর দফতর কুতুবদিয়া সৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ কিছু মানুষ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে টাকা এদিক-ওদিক করার জন্য: উপদেষ্টা সাখাওয়াত ৫ আগস্ট বিকেল ৫টায় উপস্থাপন হবে জুলাই ঘোষণাপত্র: অন্তর্বর্তী সরকার শাহবাগে উত্তপ্ত সংঘর্ষ: 'প্রকৃত জুলাই যোদ্ধা' বনাম অবরোধকারী, পুলিশের লাঠিচার্জ বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা: ট্রাম্পের সর্বাত্মক শুল্ক নীতি প্রবাসে এক বীরের বিদায়: গার্ড অব অনার ও শ্রদ্ধার ফুলে ভাসল নিউইয়র্ক আপনার রক্তচাপ কি ১৪০/৯০-এর বেশি? ৪৬% মানুষের মতো অজানা বিপদে না তো? ভারত থেকে ফিরেই গ্রেফতার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি যুক্তরাষ্ট্র থেকে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে তিস্তা সেতুর উদ্বোধন পেছাল, নতুন তারিখ ২৫ আগস্ট আপনার হাতের স্মার্টফোনটি যে ১০টি জিনিসকে অবসরে পাঠিয়েছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে: ফারুকী জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিন ডকুমেন্টারি তৈরি হচ্ছে: প্রেস সচিব শফিকুল আলম গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে: উপদেষ্টা আসিফ ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার

কখনও দিনে, কখনও রাতে চলছে পাহাড় কাটা

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১১:২৫:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১১:২৫:২৬ পূর্বাহ্ন
কখনও দিনে, কখনও রাতে চলছে পাহাড় কাটা মীরসরাইয়ের করেরহাট
মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পাহাড়ি এলাকায় চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ রক্ষায় প্রশাসন মাঝে মাঝে তৎপর হলেও পাহাড় খেকোরা তাদের সঙ্গে খেলে চোর পুলিশ খেলা। উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল, লক্ষ্মীছড়া এলাকায় কখনো দিনে, কখনো রাতের আঁধারে চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রতি রাতে পিকআপ ভর্তি করে মাটি বিক্রি করছে পাহাড় খেকোরা।
 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাইবেনীখিল গ্রামের পিকআপ চালক রিপনের নতুন বাড়ি করা হয়েছে পাহাড়ের পাদদেশে। পাহাড় কেটে সমতল করে করা হয়েছে বসতি। পাশে পিকআপ চালক রুবেল ও তার ভাই রিয়াদের বসতভিটার সামনেও পাহাড় কাটা রয়েছে। যা তারাই রাতের অন্ধকারে বিক্রি করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানায়। আবার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র থেকে জানা গেছে, জামাল মেম্বারের বাড়ির দক্ষিণ পার্শ্বের ছড়া ও টিলা থেকে কখনো দিনে কখনো রাতে মাটি কেটে বিক্রি করছে স্থানীয় আলমগীর, মাসুদ ও কালাসহ একটি সিন্ডিকেট। কেউ লক্ষ্মীছড়ায় পানির মেশিন বসিয়ে বালুর টিলার উপর পাইপ দিয়ে পানি দিয়ে বালু নিচে নামিয়ে তা ট্রাক পুরে বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি স্থানীয় প্রশাসন কয়েক দফা কয়েকটি স্থানে কিছু মেশিন ও পাইপ জব্দ করার পর চোর চক্র নতুন ফন্দি শুরু করে। তারা নিজেরা সোর্স লাগিয়ে প্রশাসনের সঙ্গে কখনো দিনে কখনো রাতে চোর পুলিশ খেলায় নামে।
 
প্রাপ্ত তথ্যে আরো জানা গেছে, কিছু অসাধু চক্রের সহযোগিতায় করেরহাটের পাহাড়ি এলাকায় অবৈধভাবে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে বাড়ি–ঘর তৈরি করে আসছে। সবুজ প্রকৃতি ঘেরা এই এলাকায় অবাধে পাহাড় কাটার ফলে ধ্বংস হচ্ছে সৌন্দর্য বর্ধক প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাহাড়গুলো। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এলাকার কিছু পাহাড়খেকো তাদের ব্যক্তিস্বার্থে সরকারি খাস মালিকানাধীন পাহাড় কেটে ঘর–বাড়ি করছে, আর কেউ করছে সহযোগিতা। এছাড়া পাহাড় কেটে সেই মাটি বিক্রি করে দেদারসে বেচাকেনাও চলছে।
 
এদিকে পাহাড় কেটে সৌন্দর্যহানিসহ গোটা এলাকার পরিবেশ নষ্ট করা হলেও স্থানীয় প্রশাসন কখনো কখনো নামমাত্র অভিযানে নামে। এতে কাজের কাজ কিছু হয় না। এই বিষয়ে বনবিভাগের করেরহাট রেঞ্জ এর দায়িত্বরত সহকারী বন সংরক্ষক হারুন অর রশিদ বলেন, পাহাড় কাটার কোনো অভিযোগ পেলেই আমরা অভিযান পরিচালনা করি। সম্প্রতি উপজেলা প্রশাসনসহ আমরা কয়েক দফা অভিযান পরিচালনা করে ১৩টি মেশিন এবং ১৩০০ ফুট পাইপ জব্দ করে তা ধ্বংস করি। আবারও যদি কেউ পাহাড় কাটে এই অভিযান অব্যাহত থাকবে।
 
এই বিষয়ে মীরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, সরকারের অনুমতি ছাড়া কোনো প্রকার নদী, খাল বা ছড়া থেকে বালু উত্তোলন করা যাবে না। আর কোনোভাবেই পাহাড় কাটা যাবে না। এই বিষয়ে আমাদের কোনো প্রকার ছাড় নেই।
 
জানতে চাইলে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ বেআইনি কাজ। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা খবর পেয়েছি একটি চক্র কখনো দিনে কখনো গভীর রাতে পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পোশাক শিল্পের জন্য ইতিবাচক: ফজলে শামীম এহসান

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পোশাক শিল্পের জন্য ইতিবাচক: ফজলে শামীম এহসান