ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহবাগে উত্তপ্ত সংঘর্ষ: 'প্রকৃত জুলাই যোদ্ধা' বনাম অবরোধকারী, পুলিশের লাঠিচার্জ বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা: ট্রাম্পের সর্বাত্মক শুল্ক নীতি প্রবাসে এক বীরের বিদায়: গার্ড অব অনার ও শ্রদ্ধার ফুলে ভাসল নিউইয়র্ক আপনার রক্তচাপ কি ১৪০/৯০-এর বেশি? ৪৬% মানুষের মতো অজানা বিপদে না তো? ভারত থেকে ফিরেই গ্রেফতার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি যুক্তরাষ্ট্র থেকে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে তিস্তা সেতুর উদ্বোধন পেছাল, নতুন তারিখ ২৫ আগস্ট আপনার হাতের স্মার্টফোনটি যে ১০টি জিনিসকে অবসরে পাঠিয়েছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে: ফারুকী জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিন ডকুমেন্টারি তৈরি হচ্ছে: প্রেস সচিব শফিকুল আলম গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে: উপদেষ্টা আসিফ ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার জরুরি অবস্থার আওতায় নিউ ইয়র্কের যেসব এলাকা পদ্মা সেতু রক্ষা বাঁধে আবার ধস, নদীগর্ভে বিলীন ১০ বসতঘর নাহিদ ইসলামের পোস্টের প্রতিক্রিয়ায় সাদিক কায়েমের চ্যালেঞ্জ! গোপালগঞ্জে জীবননাশের শঙ্কায় বলপ্রয়োগে বাধ্য হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী: সেনাবাহিনী উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে তুমুল বিতর্ক চূড়ান্ত অনুমোদন পেল স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ-২০২৫ যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভিসা নির্দেশনা দিল ঢাকার দূতাবাস

শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখছেন মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১০:৪৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১০:৫১:৪৩ অপরাহ্ন
শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখছেন মির্জা ফখরুল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন।ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের সংবাদকে ‘দেশের জন্য ভালো খবর’ হিসেবে অভিহিত করে এজন্য অন্তর্বর্তী সরকারকে সাদুবাদ জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে উত্তরার আজমপুরে এক সমাবেশে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটা ভালো খবর আছে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করেছে। আমরা যেসব পণ্য রপ্তানি করবো তার ওপরে ৩৫ ভাগ ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম ৫০ টাকা ওটার সাথে আরো ৩৫ টাকার যোগ হবে, তার মানে ১০০ টাকার জিনিস ১৩৫ টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না।’ তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র দফতর এবং উপদেষ্টারা আলোচনা করে ট্যারিফ কমিয়ে ২০ শতাংশ পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে অনেক কথা বলেন। অনেক ভুল আছে, ত্রুটি আছে, অভিজ্ঞতা নাই বেশি। আমি আশা করেছিলাম যে, এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে প্রকৃত তালিকা করে তাদের পূনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা পুরোটা করতে পারেনি। কিন্তু তারা চেষ্টা করছে।’ উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়, দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়।’ তিনি বলেন, ‘কোন সমস্যা হলো আমি কার কাছে যাবো? কোন এমপি নেই। তাহলে আমি যাব কার কাছে। আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নেই। এইজন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, খুব দ্রুত পার্লামেন্ট দরকার। যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব।’ লুটেরাদের সঙ্গে কোনো আপোষ নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ভয়ঙ্কর একটা ফ্যাসীবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারব।’ তিনি বলেন, ‘যারা লুটপাট করে, ব্যাংক লুট করে, চাঁদাবাজী করে, মানুষের সম্পত্তি দখল করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না এবং তাদেরকে আমরা কোন মতেই সামনে আসতে দেবো না’ মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল জনগণ একইভাবে আজকে তারা তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখছে।’ তিনি বলেন, ‘অপেক্ষা করছি, কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন। কবে নেতৃত্ব নেবেন?
আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যে তারেক রহমান সাহেব অতি দ্রুত দেশে আসেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন সেটাই আমাদের কামনা।’ তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন। প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন, তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করবো।

যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে, যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ, সে গরিব থাকবে না, আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।’ আগামীতে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে প্রান্তিক মানুষের জন্য ‘ফার্মাস কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’ ইত্যাদি যেসব পরিকল্পনা নিয়েছেন তার কথাও বলেন বিএনপি মহাসচিব। এক বছর আগে এই দিনে উত্তরা উত্তাল হয়েছিলে উল্লেখ করে ফ্যাসিবাদী পতনের আন্দোলনের শেষ দিকে শিক্ষার্থীদের আত্মত্যাগের শহীদদের পরিবারের বেদনা-কষ্টের সাথে সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক এবিএমএ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নিরব, কৃষক দলের হাসান জাফির তুহিন, যুব দলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, মহিলা দলের সুলতানা আহমেদ, জাসাসের হেলাল খান, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীরসহ শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাতীয় সনদ’ ঘোষণার প্রস্তুতি, দুই উপদেষ্টার স্ট্যাটাস

৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাতীয় সনদ’ ঘোষণার প্রস্তুতি, দুই উপদেষ্টার স্ট্যাটাস