ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ সই হচ্ছে না আজ যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ১৮ দেশে সুনামি সতর্কতা আশাবাদী বাংলাদেশ, ভবিষ্যতে ট্রাম্পের বিধিনিষেধের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের উদ্যোগ ‘বীর’ পুঁজিবাজারে অবাঞ্ছিত সালমান, শায়ান ও শিবলী রুবাইয়াত ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীর জামিন মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড সমাবেশ এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা জারি চীন-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর পুলিশের ১১ দিনের বিশেষ অভিযান শুরু চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ভারি বৃষ্টিতে বেইজিংয়ের পাহাড়ি অঞ্চলে ৩৪ জনের প্রাণহানি, স্কুল-পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা মিয়ানমারের বিরল খনিজের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ৯৮৯ কোটি টাকা ব্যয়ে দুই কার্গো এলএনজি কিনবে সরকার ইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে মেটা প্রথমবারের মতো চীনে রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল এআই সারাংশের ফলে ব্যাপক হারে কমছে অনলাইন সংবাদ পাঠক

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, ৩৭ ঘণ্টা পর উদ্ধার হলো মরদেহ

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০১:০৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০১:০৪:০৮ পূর্বাহ্ন
টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, ৩৭ ঘণ্টা পর উদ্ধার হলো মরদেহ সোশ্যাল মিডিয়া

গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩০) মরদেহ নিখোঁজের ৩৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় রাস্তার পাশে হাঁটার সময় খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। ঘটনার পর থেকেই টঙ্গী ফায়ার সার্ভিস ও গাজীপুর সিটি করপোরেশনের একটি দল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, “নিখোঁজের তৃতীয় দিনে সকালবেলা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়া এলাকার বাসিন্দা, ও মৃত ওলিউল্লাহ আহমেদ বাবুলের মেয়ে। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। পরিবারের ভাষ্যমতে, ঘটনার দিন তিনি টঙ্গীর একটি হাসপাতালে ওষুধ পৌঁছে দিতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ড্রেনের একটি অংশ দীর্ঘদিন ধরেই খোলা ছিল। সেখানে কোনো সতর্কতা সংকেত বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চলাচলকারী মানুষ ঝুঁকির মুখে পড়ছিলেন। জ্যোতিও হাঁটার সময় অসাবধানতাবশত সেখানে পড়ে যান এবং প্রবল পানির স্রোতে ভেসে যান।

দায়িত্বপ্রাপ্ত সংস্থার অবহেলা এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত ম্যানহোল ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি বড় শহরের ব্যস্ত সড়কের পাশে কীভাবে দীর্ঘদিন ধরে ম্যানহোল খোলা থাকে এবং কেন নেই কোনো জরুরি সতর্কবার্তা বা প্রতিরোধমূলক ব্যবস্থা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ সই হচ্ছে না আজ

জুলাই সনদ সই হচ্ছে না আজ