ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী করলো নেপালের জেনজি? ইথিওপিয়া উদ্বোধন করল ‘গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ’, মিশর-সুদানের উদ্বেগ তীব্র ভারতের প্রধামন্ত্রী মোদি মণিপুরে যাওয়ার আগেই তার অভ্যর্থনার তোরণ ভাঙচুর ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল: ইতিহাসের অন্যতম মন্দার মুখে বুরকিনা ফাসোতে আফ্রিকার সব দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি আফ্রিকায় অর্থনৈতিক ক্ষতি: বছরে ৮৮ বিলিয়ন ডলার হারাচ্ছে মহাদেশ তুরস্ক ও দক্ষিণ কোরিয়াকে SAFE প্রতিরক্ষা প্রোগ্রামে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপে ইরানের ইউরেনিয়াম মজুতের রহস্য ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তির বড় ভূমিকা ব্রাজিলে ভেনিজুয়েলার মাদকবাহী বিমান ভূপাতিত রাশিয়ার তেল বাণিজ্যে চাপ: চীন-ভারতের ওপর শুল্ক বাড়াতে G7-কে যুক্তরাষ্ট্রের আহ্বান যুক্তরাষ্ট্রে রেকর্ড ৮৯৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল অনুমোদন মিসরের বড় ঘোষণা: ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা শেষ, হামাস নেতাদের আশ্রয় দেবে কায়রো নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, অলি পদত্যাগের পর অস্থিরতা জাতিসংঘে বিপুল ভোটে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের পক্ষে সমর্থন এআই চালিত ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া রাশিয়া-বেলারুশ মহড়ার জবাবে সীমান্তে পোল্যান্ডের ৪০ হাজার সেনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু তুরস্কে সিরিয়ান সেনা প্রশিক্ষণ, আলেপ্পো থেকে ধাপে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, ৩৭ ঘণ্টা পর উদ্ধার হলো মরদেহ

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০১:০৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০১:০৪:০৮ পূর্বাহ্ন
টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, ৩৭ ঘণ্টা পর উদ্ধার হলো মরদেহ সোশ্যাল মিডিয়া

গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩০) মরদেহ নিখোঁজের ৩৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় রাস্তার পাশে হাঁটার সময় খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। ঘটনার পর থেকেই টঙ্গী ফায়ার সার্ভিস ও গাজীপুর সিটি করপোরেশনের একটি দল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, “নিখোঁজের তৃতীয় দিনে সকালবেলা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়া এলাকার বাসিন্দা, ও মৃত ওলিউল্লাহ আহমেদ বাবুলের মেয়ে। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। পরিবারের ভাষ্যমতে, ঘটনার দিন তিনি টঙ্গীর একটি হাসপাতালে ওষুধ পৌঁছে দিতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ড্রেনের একটি অংশ দীর্ঘদিন ধরেই খোলা ছিল। সেখানে কোনো সতর্কতা সংকেত বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চলাচলকারী মানুষ ঝুঁকির মুখে পড়ছিলেন। জ্যোতিও হাঁটার সময় অসাবধানতাবশত সেখানে পড়ে যান এবং প্রবল পানির স্রোতে ভেসে যান।

দায়িত্বপ্রাপ্ত সংস্থার অবহেলা এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত ম্যানহোল ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি বড় শহরের ব্যস্ত সড়কের পাশে কীভাবে দীর্ঘদিন ধরে ম্যানহোল খোলা থাকে এবং কেন নেই কোনো জরুরি সতর্কবার্তা বা প্রতিরোধমূলক ব্যবস্থা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ ও নির্বাচনী সংস্কারে যুগপৎ আন্দোলনে সমমনা দলগুলো

জুলাই সনদ ও নির্বাচনী সংস্কারে যুগপৎ আন্দোলনে সমমনা দলগুলো