ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী করলো নেপালের জেনজি? ইথিওপিয়া উদ্বোধন করল ‘গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ’, মিশর-সুদানের উদ্বেগ তীব্র ভারতের প্রধামন্ত্রী মোদি মণিপুরে যাওয়ার আগেই তার অভ্যর্থনার তোরণ ভাঙচুর ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল: ইতিহাসের অন্যতম মন্দার মুখে বুরকিনা ফাসোতে আফ্রিকার সব দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি আফ্রিকায় অর্থনৈতিক ক্ষতি: বছরে ৮৮ বিলিয়ন ডলার হারাচ্ছে মহাদেশ তুরস্ক ও দক্ষিণ কোরিয়াকে SAFE প্রতিরক্ষা প্রোগ্রামে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপে ইরানের ইউরেনিয়াম মজুতের রহস্য ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তির বড় ভূমিকা ব্রাজিলে ভেনিজুয়েলার মাদকবাহী বিমান ভূপাতিত রাশিয়ার তেল বাণিজ্যে চাপ: চীন-ভারতের ওপর শুল্ক বাড়াতে G7-কে যুক্তরাষ্ট্রের আহ্বান যুক্তরাষ্ট্রে রেকর্ড ৮৯৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল অনুমোদন মিসরের বড় ঘোষণা: ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা শেষ, হামাস নেতাদের আশ্রয় দেবে কায়রো নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, অলি পদত্যাগের পর অস্থিরতা জাতিসংঘে বিপুল ভোটে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের পক্ষে সমর্থন এআই চালিত ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া রাশিয়া-বেলারুশ মহড়ার জবাবে সীমান্তে পোল্যান্ডের ৪০ হাজার সেনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু তুরস্কে সিরিয়ান সেনা প্রশিক্ষণ, আলেপ্পো থেকে ধাপে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, খোঁজ নেই পাঁচ জেলের

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৫২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৫২:০৬ অপরাহ্ন
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, খোঁজ নেই পাঁচ জেলের ডুবে যাওয়া ট্রলার। ছবি: সংগৃহীত

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় চার দিন ধরে নিখোঁজ রয়েছেন পাঁচ জেলে। আজ মঙ্গলবার পর্যন্ত তাদের সঙ্গী বাকি ১০ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সমুদ্রে মাছ ধরতে এফবি সাগরকন্যা নামে একটি ট্রলার ১৫ জেলে নিয়ে পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর থেকে বঙ্গোপসাগরে পাড়ি জমায়। শুক্রবার সকালে গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি।



 
 

নিখোঁজ পাঁচ জেলে হলেন– মিঠাগঞ্জ ইউনিয়নের ইদ্রিস, কালাম, নজরুল ইসলাম, মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন। উদ্বিগ্ন স্বজনরা তাদের সন্ধানে বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন। পরিবারগুলোয় চলছে হাহাকার।

অন্য জেলেদের সহযোগিতায় আজ পর্যন্ত উদ্ধার হওয়া ১০ জেলে হলেন– কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের সাগর, রাজিব, ইব্রাহিম, মো. সাগর, রাহাত, হারুন, আলীপুরের হাসান আকন, বালিয়াতলীর হাসান, আমতলীর মহিষকাটার রফিক ও নোয়াখালীর হারুন। এর মধ্যে রাজিব, রফিক ও রাহাতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।


 

উদ্ধার হওয়া জেলে হাসান আকন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাদের ট্রলারটি দুমড়েমুচড়ে গিয়ে ডুবে যায়। এ সময় তাদের কাছ থেকে একজন হারিয়ে যান। বাকি ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও পাঁচজন হারিয়ে যান। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছলে সোমবার গভীর রাতে মাছ ধরার দুটি ট্রলার দুই দফায় ৯ জনকে উদ্ধার করে। এদিকে, গতকাল সকালে কুয়াকাটাসংলগ্ন প্রায় ২০০ কিলোমিটার গভীর সাগর থেকে একজনকে উদ্ধার করা হয়।

নিখোঁজ জেলে ইদ্রিসের শ্বশুর মো. এমদাদুল বলেন, মেয়েজামাইর জন্য আমরা পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি। এখনও তার কোনো সন্ধান পাচ্ছি না।


 

নিখোঁজ জেলে আব্দুর রশিদের ভাই ফয়েজ আলী জানান, ট্রলার নিয়ে তাদের তিন থেকে চার দিন পর ফেরার কথা ছিল। না আসায় আমরা বোট (ট্রলার) মালিকের কাছে যাই, তিনিও কিছু জানেন না। এখন যারা ফিরে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন ট্রলারটি তলিয়ে যাওয়ার পর যে যা পেয়েছেন তা নিয়ে ভেসে ছিলেন। সমুদ্রের জোয়ার কাকে কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে না। 

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, গত শনিবার ট্রলার মালিক উপজেলার লালুয়া এলাকার মৎস্য ব্যবসায়ী কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি জিডি করেছেন। এখন পর্যন্ত ১০ জন উদ্ধার হয়েছেন। বাকিদের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাকসু নির্বাচনে রাত পেরোলেও হয়নি ফল ঘোষণা, বাড়ছে শিক্ষার্থীদের অপেক্ষা

জাকসু নির্বাচনে রাত পেরোলেও হয়নি ফল ঘোষণা, বাড়ছে শিক্ষার্থীদের অপেক্ষা