বান্দরবানের লামা উপজেলায় টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) ভোর রাতে লামা পৌরসভার লামামুখ-রাজবাড়ী সড়কে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
সড়ক ধসের ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।গভীর রাতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এই ধসের ঘটনা ঘটে। ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। এতে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সড়কটি দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা এবং লামামুখ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করেন।