ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দলকে বাস সহায়তার দাবি মিথ্যা: আইএসপিআর কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ইউটিউবের নতুন নিয়ম: ১৬ বছরের কম বয়সীরা একা লাইভ স্ট্রিম করতে পারবে না টনসিল ইনফেকশনের লক্ষণ, কারণ ও করণীয় জেনে নিন! নির্ধারিত সময়েই সুন্দর পরিবেশে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাংলাদেশে মানবাধিকার মিশন স্থাপনে সরকার ও জাতিসংঘের মধ্যে সমঝোতা বাংলাদেশে মানবাধিকার মিশন স্থাপনে জাতিসংঘের সঙ্গে সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি হেফাজতের আরেকটা লড়াই হবে, সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব: জামায়াত আমির আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাই থাকবে: নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম এসএসসি ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আগস্টের দ্বিতীয় সপ্তাহে জামায়াতের সমাবেশে সারজিস সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের জাতীয় সমাবেশ ২০২৫ ২০ জুলাই দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগসহ চার সংগঠনের নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যক্রম শুরু ভুয়া তথ্য দিলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: এনসিপি নেতা হাসনাত দেশে অপরাধের মাত্রা কমছে না: ধর্ম উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই বর্ষায় ব্যস্ত সময় পার করছেন ভৈরবের নৌকা কারিগররা

২১ বছরেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক, হতে হবে এইচএসসি পাস

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:৫৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:৫৬:৪০ পূর্বাহ্ন
২১ বছরেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক, হতে হবে এইচএসসি পাস
স্থানীয় ও জাতীয় পর্যায়ের সব ধরনের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে পর্যবেক্ষক হতে গেলে ন্যূনতম এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর।
 
এমন যোগ্যতা নির্ধারণ করে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ নীতিমালা জারির কথা জানান। নতুন নীতিমালা জারির মধ্য দিয়ে ২০২৩ সালে প্রণীত নীতিমালা বাতিল হয়ে গেছে। পাশাপাশি আগের নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
 
এই নীতিমালা জারির আগে নির্বাচন পর্যবেক্ষক হতে গেলে এসএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হতো। বয়সের সীমারেখা ছিল ২৫ বছরের উর্ধ্বে।
 
নতুন নীতিমালায় বলা হয়েছে, রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন কেউ পর্যবেক্ষক সংস্থায় থাকতে পারবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর সঙ্গে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্টতা আছে এমন ব্যক্তিরাও পর্যবেক্ষক হিসেবে থাকতে পারবেন না। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন লোককে পর্যবেক্ষক হিসেবে মোতায়েন করতে হবে।
 
নির্বাচন চলাকালে ভোটের দিনসহ আগে-পরে মোট তিনদিন পর্যবেক্ষক সংস্থা মোতায়েন থাকবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
 
নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতিটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের মেয়াদ হবে ৫ বছর। তবে কমিশন চাইলে নির্ধারিত সময়ের আগেও নিবন্ধন বাতিল করতে পারবে।
 
বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনকে নির্বাচন কমিশনের আওতায় নিবন্ধিত করার বিধান রাখা হয়নি। তাদের জন্য আলাদা নীতিমালা রয়েছে। যেমন—আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনের স্থানীয় কর্মকর্তারা স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য হবেন। বিদেশিদের ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক নীতিমালায় ও স্থানীয় পর্যবেক্ষকদের স্থানীয় নীতিমালা অনুযায়ী আবেদন করতে হবে।
 
নিবন্ধন যেভাবে:
পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য ১৫ দিন সময় দিয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। নির্ধারিত ফরমে আবেদন ইসি সচিবালয়ে জমা দিতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংযুক্ত করতে হবে।
 
এরপর নির্বাচন কমিশন প্রাপ্ত আবেদনপত্রের গ্রহণযোগ্যতা যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নিবন্ধনের উপযুক্ত সংস্থার তালিকা প্রস্তুত করবে। পরে নিবন্ধিত সংস্থাগুলোকে সার্টিফিকেট দেওয়া হবে।
 
উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন দিয়ে থাকলে নিবন্ধন বাদ: 
এর আগে যেসব পর্যবেক্ষক সংস্থা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদন জমা দিয়েছে তাদের নিবন্ধন দেওয়া যাবে না বলেও নীতিমালায় উল্লেখ করেছে ইসি।
 
বেসরকারি সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করার ক্ষেত্রে নীতিমালায় আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে এবং গঠনতন্ত্রে এসব বিষয়সহ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নাগরিকদের মধ্যে তথ্য প্রচার ও উদ্বুদ্ধকরণে অঙ্গীকারবদ্ধ সংস্থা নির্বাচন পর্যবেক্ষক হওয়ার আবেদন করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টনসিল ইনফেকশনের লক্ষণ, কারণ ও করণীয় জেনে নিন!

টনসিল ইনফেকশনের লক্ষণ, কারণ ও করণীয় জেনে নিন!