ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৯ প্রভাবশালীর দখলে থাকা সরকারি জায়গা উদ্ধারে চট্টগ্রামে পাউবো’র অভিযান এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফলাফলে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থী হতবাক! সায়মা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে! সোহাগ হত্যা প্রমাণ করে, বিএনপি নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে : এনসিপি সোহাগ হত্যা: হেফাজতে ইসলামের নিন্দা ও খুনিদের শাস্তির দাবি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেফতার প্রক্রিয়া জানালো ডিএমপি, অপতথ্য না ছড়ানোর অনুরোধ ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, আগুন চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানঃ মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চাঁদপুরে মহানবী (সা.) এর প্রতি ‘অসম্মান’ করার অভিযোগে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা ও সহিংসতার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন ট্রাম্প, আলোচনা চলছে: রুবিও বাইরে বসে খেলা চলবে না, মাঠে নেমে আসার আহ্বান হাসনাত আব্দুল্লাহর! অসদাচরণ ও পলায়নের অভিযোগে এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস সাময়িক বরখাস্ত ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন আনছে অ্যাপল বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৩ জেলে নিখোঁজ ঝড়ো হাওয়ার সম্ভাবনা, ৭ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর! সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে বাতিল হতে পারে মার্কিন ভিসা ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে উপদেষ্টা পরিষদের অনুমোদন বাংলাদেশিদের ওপর হবে নিপাহ ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, আগুন

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১১:০৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১১:০৫:৫৫ অপরাহ্ন
ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, আগুন হামলার সময় বসতঘরে আগুন দেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়িতে হামলা করা হয়েছে। এ সময় তার ছোট ভাইয়ের বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

শনিবার রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাল চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। তার ছোট ভাই ও যুবদলের কর্মী সুবেল আহম্মেদের বসতঘরেও আগুন ধরিয়ে দেওয়া দেয়। এর পর তারা বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

সুবেল আহম্মেদ বলেন, ‘রাজনীতি কেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা আমার বড় ভাইয়ের ঘরে ভাঙচুর করেছে এবং আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। গুলিও ছোড়ে, বোমাও ফাটায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সম্ভবত এটাই একমাত্র ইউনিয়ন, যেখানে ৫ আগস্টের পরও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে বিএনপির কিছু লোক মিলে হামলা চালিয়েছে। ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, কুঁচিয়ামোড়া এলাকার রতন হাজি ও আলমগীরের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে জানতে বাহাদুরপুরের ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। 

কুঁচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘একটি ঘরে আগুন দেওয়া হয়। ঘরটি আংশিক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন, তদন্ত চলছে। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।’

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ওসি আব্দুল রব তালুকদার, হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় বাস ঢুকতে দেন না যাত্রাবাড়ীর যুবদল নেতা

ঢাকায় বাস ঢুকতে দেন না যাত্রাবাড়ীর যুবদল নেতা