জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় তার এই ভাষণ অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে রাষ্ট্রীয় এই ভাষণ সরাসরি প্রচার করা হবে। ভাষণে সমসাময়িক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সরকারের অবস্থান ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে ভাষণ প্রচারের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রধান উপদেষ্টার বক্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে এই ভাষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট