জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মরদেহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর হাসপাতালের হিমাগারে মরদেহ রাখা হয়। এ ঘটনায় হাসপাতাল জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনি স্থাপন করা হয়েছে।
মরদেহ সংরক্ষণকালে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যদের বিশাল সংখ্যা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যস্থাপনাটি নিশ্চিত করতে দেওয়া হয়েছে, যেন কোনও স্বার্থন্বেষী বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এদিকে, শরীফ ওসমান হাদীর পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন নেতাকর্মী হাসপাতালে পৌঁছে তার মরদেহ দেখেন। এছাড়া জুলাই-আগস্টের অভ্যুত্থান ও এনসিপির সংশ্লিষ্ট নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, মরদেহ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সতর্ক থাকবে।
ডেস্ক রিপোর্ট