বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টার পর আর কোনো আবেদন গ্রহণ বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে না। এই সময়ে যাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বা নির্ধারিত সময় ছিল, তাদের বিচলিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, এই আবেদনকারীদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র ও রাজনৈতিক প্রেক্ষাপট থেকে জানা গেছে, আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ‘জুলাই ঐক্য’ নামক একটি মোর্চা ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী এই সংগঠনটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতের বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে। মূলত এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই ভারতীয় ভিসা সেন্টার তাদের কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আইভ্যাক কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নিয়মিত আপডেট পেতে ওয়েবসাইট পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে। বিকেল থেকে রামপুরা ও তৎসংলগ্ন এলাকায় জনসমাগমের সম্ভাবনা থাকায় ওই রুটে চলাচলকারী যাত্রী ও ভিসা প্রত্যাশীদের সতর্ক থাকারও ইঙ্গিত দিয়েছে স্থানীয় প্রশাসন।
ডেস্ক রিপোর্ট