গাজীপুরের টঙ্গীতে র্যাব-১-এর বিশেষ অভিযান চলাকালে জুলাই রেভেলস-এর সদস্যের উপর হামলার ফলে কৃত মামলার মূল আসামি ও পরিচিত সন্ত্রাসী আলতাফ ওরফে ‘ঠোঁটকাটা আলতাফ’ কে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার সঙ্গে থাকা দুই সহযোগী, সাইফুল ইসলাম ও আমির হোসেন ফিরোজকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় বিশেষ পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। সন্ত্রাসী কার্যক্রম প্রতিকার ও প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী আলতাফের বিরুদ্ধে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, বিমানবন্দর ও দক্ষিণখান থানায় মোট ১৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগামীতে আইনি প্রক্রিয়া শুরু হবে।
ডেস্ক রিপোর্ট