শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান মনে করেন, ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনও দেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তবে দ্রুত লাভ না আসায় এবং পুরোনো প্রযুক্তির কারণে চিনিকলগুলোর সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। তিনি স্পষ্ট করে বলেন, ভর্তুকি দিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখা দীর্ঘমেয়াদি সমাধান নয়। তাই স্থানীয় ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে চিনিকলগুলোর আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।
বিনিয়োগ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন মহলের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক অন্যান্য উৎপাদনমুখী কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
আদিলুর রহমান খান দেশীয় উদ্যোক্তাদের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করে তাদের চিনিকলগুলোর সহযোগী হিসেবে এগিয়ে আসার জন্য আলোচনা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। এই সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন এবং নাটোর পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট