আগামী দিনের উন্নত বাংলাদেশ গঠনে বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে এই জনগোষ্ঠী জাতীয় অগ্রগতির মূলধারায় আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবে।
এক বাণীতে তিনি জানান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা, সাভারে আন্তর্জাতিক মানের বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, জাতীয় সংসদ ভবন এলাকায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধনসহ বিভিন্ন সেবা ও সহায়তা কেন্দ্র চালু রয়েছে। পাশাপাশি অটিজম ও এনডিডি সেবা কেন্দ্রগুলোয় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত আছে।
৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে দেওয়া এই বাণীতে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবার, গবেষক, থেরাপিস্ট, প্রযুক্তি উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও ৩ ডিসেম্বর দিবসটি উদ্যাপিত হওয়ার বিষয়ে তিনি আনন্দিত।
জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য—‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে সমাজসেবা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আশা প্রকাশ করেন, বিশেষ মেধাসম্পন্ন নাগরিকদের শ্রম, নিষ্ঠা ও জ্ঞানের মাধ্যমে বাংলাদেশ একদিন সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত হবে। আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষায়-সেবায় জোর দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
- আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:২৯:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:২৯:০২ অপরাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট