বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপত্তা চাইলে সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা জানতে চান—বাংলাদেশে ফিরে আসার পর তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি না।
উপদেষ্টা বলেন, দেশে কারও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই। সরকার সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণ সক্ষম। তিনি আরও জানান, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে এবং যেসব সুপারিশ কার্যকর মনে হবে, তা বাস্তবায়ন করা হবে।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তবে তালিকা এখনো চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কেনার বিষয়েও পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
ডেস্ক রিপোর্ট