চিঠি পাঠানোর এই উদ্যোগ আসে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর। গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে। এর আগে ২০২৩ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। সেই সময় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি। নতুন রায়ের পর বিষয়টি আবারও ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করল বাংলাদেশ।
সরকারি সূত্র বলছে, রায়ের পরবর্তী ধাপগুলো কার্যকর করতে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানো এখন সরকারের অগ্রাধিকার পর্যায়ে রয়েছে, এবং এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছে ঢাকা।
ডেস্ক রিপোর্ট