ভারতের কাছে শেখ হাসিনা–কামালকে ফেরত চেয়ে চিঠি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিশ্চিতকরণ

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০১:০৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০১:০৮:৩৫ অপরাহ্ন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাওয়ার বিষয়ে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ মিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে চিঠিটি প্রেরণ করেছে।
 
চিঠি পাঠানোর এই উদ্যোগ আসে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর। গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে। এর আগে ২০২৩ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। সেই সময় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি। নতুন রায়ের পর বিষয়টি আবারও ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করল বাংলাদেশ।
 
সরকারি সূত্র বলছে, রায়ের পরবর্তী ধাপগুলো কার্যকর করতে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানো এখন সরকারের অগ্রাধিকার পর্যায়ে রয়েছে, এবং এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছে ঢাকা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]