চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর চশমাহিল এলাকার ওই বাড়িতে অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নওফেলের বাসায় দলীয় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি যাচাই করতে অভিযান চালানো হয় এবং বাড়িতে থাকা সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান বলেন, আটক ব্যক্তিরা নিজেদের একটি রেস্টুরেন্টের কর্মী বলে দাবি করেছেন। তবে তারা কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
চট্টগ্রামে সাবেক মন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি, সাতজন আটক
- আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৬:১৯:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:১৯:২৮ অপরাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট