মঙ্গলবার (১ জুলাই) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর জুলাই (২০২৫) মাসের সৌদি সিপি মূল্য বিবেচনায় এনে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে এবং বিকেল ৩টায় তা ঘোষণা করা হবে।
সাথে ঘোষণা করা হবে অটোগ্যাসের নতুন দামও।
এর আগে গত ২ জুন সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়। একই দিনে অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়।
২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমানো হলেও ৭ দফায় বাড়ানো হয়েছিল। ডিসেম্বর মাসে দাম ছিল অপরিবর্তিত।
ডেস্ক রিপোর্ট