কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল বাগগুনা এলাকায় এই ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা ওই এলাকার আক্তার হোসেনের স্ত্রী বলে জানা গেছে। গুলিটি তার পায়ে লাগে এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই সময় মিজবা উদ্দিন নামে এক দোকানদারের দোকানের ছাউনিতে একটি তাজা গুলি এসে পড়ে। স্থানীয়রা সেটি উদ্ধার করে প্রশাসনকে জানান। এলাকার মানুষ এতে আতঙ্কিত হয়ে পড়েছেন।
ঘটনার বিষয়ে উখিয়ার ৬৪-বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক বলেন, হোয়াইক্যং এলাকায় এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছেন তারা। আহত নারী বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আহত নারীর স্বামী আক্তার হোসেন জানান, স্ত্রী শিশু সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন, এমন সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি এসে তার পায়ে লাগে। স্থানীয়রা চিৎকার শুনে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ এক নারীর খবর পাওয়া গেছে। প্রশাসন ঘটনাটি তদন্ত করছে এবং বিষয়টি ঘনিষ্ঠভাবে নজরে রাখা হচ্ছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট